আলীকদমে বিদ্যুৎস্পষ্ট হয়ে টমটম চালকের মৃত্যু
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলার ০৩ নয়াপাড়া ইউনিয়ন পরিষদের পাশে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পষ্ট হয়ে একজন টমটম চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৭জুন) সকালে ঘটিকার সময় নয়াপাড়া ইউনিয়ন পরিষদের পাশে আবুল হাসেমের গ্যারেজ নিজস্ব টমটম গাড়ি চার্জিংয়ে দিয়ে মহিউদ্দিন দিবাগত রাতে বাসায় চলে যায়। আজ সকালে টমটম নিতে আসলে টমটমে হাত দিয়ে স্পর্শ করলে বিদ্যুৎস্পষ্ট হয়ে হঠাৎ মাটিতে পড়ে যান টমটম ড্রাইভার মোঃ মহিউদ্দিন (৩২)।
টমটম গ্যারেজে বিদ্যুৎ স্পষ্ট হয়ে নিহত ব্যাক্তি সে ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড রোয়াম্ভু এলাকার বাসিন্দা মোঃ মহি উদ্দিন (৩২) মৃত মোঃ হাসেমর ছেলে বলে জানা গেছে।
টমটম চালক ড্রাইভার মোঃ আবুল আলী জানান, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের পাশে হাসেমের গ্যারেজ মহি উদ্দিন টমটম গাড়ি চার্জিংয়ে দিয়ে দিবাগত রাতে সে বাসায় চলে যায়। আজ সকালে আমরা ৩ জন একসাথে সে নিজের টমটম নিতে আসলে মহিউদ্দিন টমটম গাড়িতে হাত দিয়ে স্পর্শ করার সাথে বিদ্যুৎ স্পষ্ট হয়ে হঠাৎ মাটিতে পড়ে যান টমটম ড্রাইভার মহিউদ্দিন। আমরা তাকে গণনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
তারা আরও বলেন,আমরা প্রতিদিনের মত রাতে টমটম গ্যারেজে গাড়ি চার্জিংয়ে দিয়ে বাসায় চলে যায়। সকালে এসে গাড়ি গ্যারেজ থেকে বের করে টমটম গাড়ি চালায় ভালোমন্দ দেখেন গ্যারেজ মালিক। টমটম গ্যারেজ মালিক হাসেম এর গাফিলতির কারণে মহি উদ্দিন মৃত্যু বরণ করেছে বলে জানান প্রত্যক্ষর্শীরা। তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন সরকার নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপমৃত্যুর মামলা হবে। ময়না তদন্তের জন্য এখনও প্রেরণ করা হয়নি। বাদী আসলে সিন্ধান্ত নেওয়া হবে।