[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

রোয়াংছড়িতে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন অভিযান

১১২

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” প্রতিপাদ্য ইউএসএআইডি এর অর্থায়নের ইউএস ফরেষ্ট সার্ভিস কর্তৃক বাস্তবায়িত কমিউনিটি পার্টনারশিপ টু স্ট্রেনদেন সাসটেইনেবল ডেভেল্পমেন্ট প্রোগ্রাম (কম্পাস) এবং আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং সহযোগী সংস্থার উদ্যোগে রোয়াংছড়ি কলেজে একাদশ ছাত্র-ছাত্রীদের নিয়ে দিন ব্যাপি বিভিন্ন আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের প্লাস্টিক পন্য সঠিকভাবে ব্যবস্থাপনা বিষয়ের শিক্ষা হাতে কলমে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় রোয়াংছড়ি কলেজের একাদশ শ্রেণীর ৩০জন ছাত্র-ছাত্রীদের ১৫টি দলে বিভক্ত হয়ে কলেজের চারপাশে জমে থাকা ময়লা প্লাস্টিক পাটের ব্যাগে করে সংগ্রহ করে তা সঠিকভাবে সঠিক স্থানে জমা করা হয়। পরবর্তীতে ছাত্র-ছাত্রীরা কুইজ প্রতিয়োগিতায় অংশ নেয় এবং ছয়জন ছাত্র-ছাত্রীদের দলকে পুরস্কৃত করা হয়।

এসময় ছাত্র-ছাত্রীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়। এছাড়া কলেজের অপর একটি ছাত্র-ছাত্রীদের দলকে রোয়াংছড়ি বটতলী বাজারে বিভিন্ন দোকানে গিয়ে সঠিকভাবে প্লাস্টিক পন্য ব্যবস্থাপনার জন্য দোকানদারদেরকে উদ্বুদ্ধ করে। এই প্রক্রিয়া প্রকল্প কর্মকর্তা এবং কলেজের শিক্ষকগণ পর্যবেক্ষণ করে সেরা উদ্বুদ্ধকারী ছাত্র-ছাত্রী দলকে বেছে নেন এবং ছয়জনকে পুরস্কৃত করার মাধ্যমে ভিন্ন ধর্মী আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানের রোয়াংছড়ি কলেজের ভাইস প্রিন্সিপাল উহাইসিং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, রোয়াংছড়ি প্রেসক্লাবের প্রতিনিধি সাথোয়াইঅং মারমা, কম্পাস সিএইচটি এফএলআর প্রকল্পের ব্যবস্থাপক কামরুল ইসলাম।
এছাড়াও রোয়াংছড়ি কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, ইউএসএফএস, আরণ্যক ফাউন্ডেশন ও তহজিংডং প্রতিনিধি বৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।