মানিকছড়ির দুর্গম পাহাড়ি জনপদের ৯৫৪ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যু সরবরাহ-২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের আওতায় মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নে সোলার প্যানেল বিতরনী তালিকা প্রণয়ণে অনিয়মের অভিযোগে স্থগিত থাকা দুর্গম পাহাড়ি জনপদের ৯৫৪ পরিবারের মাঝে বিনামূল্যে সোলার প্যানেল বিতরনী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় বাটনাতলী ইউনিয়ন পরিষদ মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে উক্ত বিতরনী কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রমা উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন-অর-রশীদ (উপসচিব)। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এম. এ জব্বার, শাহিনা আক্তার, শুভ মঙ্গল চাকমা, ইউএনও রক্তিম চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরের ২১ মার্চ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা সোলার প্যানেল বিরতনী কার্যক্রমের উদ্বোধন করতে এসে তালিকায় অনিয়মের অভিযোগে সেদিন বিতরন কার্যক্রম স্থগিত করে চলে যান।