দীঘিনালায় ৭ বিজিবি’র ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ০৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছ। বৃহস্পতিবার (০১জুন) দুপুরে বাবুছড়ায় ০৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র খাগড়াছড়ি সেক্টর কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম। এসময় বাবুছড়া ০৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইশতিয়াক আহমেদ, বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মিজানুর রহমান, খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইমদাদুল হক, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস- চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলীসহ সাংবাদিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে অতিথিরা ০৭ বিজিবি’র প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।