[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটিতে সড়কের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি এলাকা থেকে প্রভাত চাকমা (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেশ উদ্ধার করে।

পুলিশ জানায়, জেলা শহরের রাঙাপানির মোনঘর আবাসিক শিশু সদন ক্যাম্পাসের ভিতরে ডাইনিং হলের পাশের রাস্তায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে প্রভাত চাকমার মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তার শরীরে হাতের বাম বাহুতে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

জানা গেছে, নিহত প্রভাত চাকমা শহরের দেবাশীষনগর এলাকায় তার স্ত্রী ও কন্যা নিয়ে থাকতেন। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়ায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন জানান, আমরা লাশটি উদ্বার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনা উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।