আইমাছড়া ইউনিয়নে সাড়ে ৭৪লক্ষ টাকার উন্মুক্ত বাজেট
॥ নিরত বরণ চাকমা, বরকল ॥
রাঙ্গমাটির বরকল উপজেলায় আইমাছড়া ইউনিয়নে প্রথমবারের মতো ২০২৩-২৪ অর্থ বছরের জন্য মোট ৭৪,৬৬,২৪৬ টাকা উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
গত বুধবার সকালে উপজেলার আইমাছড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে এ বাজেট সভা আয়োজন করা হয়। এ বাজেটের মধ্যে ব্যয় ধরা হয়েছে ৭৪,৬৪,৭৭৭ টাকা এবং উদ্ধৃত ৪৬৯ টাকা।
আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক অনিত কুমার চাকমা ও সমাজ সেবক মোঃ নজরুল ইসলাম। আইমাছড়া ইউপি সচিব সোনা রঞ্জন চাকমা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সুনীতি বিকাশ চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইমাছড়া ইউপি ১নং ওয়ার্ড সদস্য মোঃ আবু সালেহ, সমাজ সেবক জ্ঞান চাকমা,সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেন ও অনিল বিকাশ চাকমা প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বরকল উপজেলার মধ্যে আইমাছড়া ইউনিয়নে এ প্রথম নজিরবিহীন উন্মুক্ত বাজেট সভা আয়োজন করা হয়েছে। যা সত্যি প্রশংসনীয় ও সাধুবাদযোগ্য। তারা বলেন, ইউনিয়ন পরিষদ কর্তৃক সকল জনসাধারণ যেমনি সেবা পাবার অধিকার রয়েছে তেমনি আমাদেরও ইউনিয়ন পরিষদকে বিভিন্নভাবে সহযোগিতা দেয়ার দায়িত্ব রয়েছে। আর বরকল উপজেলায় বিভিন্ন এলাকা দূর্গমতার কারণে অনেক মৌলিক সেবা থেকে সাধারণ মানুষ বঞ্চিত রয়েছে। তারমধ্য বিশেষ করে শিক্ষা, যোগাযোগ ও নিরাপদ পানির সুব্যবস্থা এসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তাই ইউনিয়ন পরিষদকে সুনজরে আনার জন্য বক্তরা অনুরোধ জানান। একইসাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় বক্তারা আইমাছড়া ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমৃদ্ধি কামনা করেছেন।
প্রধান অতিথি বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা বলেন, বাজেট হচ্ছে আয়-ব্যয় হিসাব। পরিবার থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের এ আয়-ব্যয় হিসাব থাকা প্রয়োজন। তারই আলোকে আগামী বছরকে সামনে রেখে বিভিন্ন পেশাজীবিদের নিয়ে আইমাছড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক উন্মুক্ত বাজেট সভা। তিনি বলেন, প্রত্যেকটা সংস্থার স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা থাকা দরকার। আর সেই পরিকল্পনা অনুযায়ী উন্নয়নমূলক কাজগুলো এগিয়ে নিতে হবে। আমাদের সকলের শৃঙ্খলিত হতে হবে। তা নাহলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হবে না। সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নমূলক কাজগুলো করতে হবে। দেখা যাবে পরবর্তীতে আমরা বরকল উপজেলা সহ আইমাছড়া ইউনিয়ন পরিষদকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্য আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা বলেন, ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে উন্মুক্ত বাজেট সভা আয়োজন করেছেন। তিনি বলেন, একজন দেশের নাগরিক হিসেবে মৌলিক সেবাগুলো সঠিকভাবে পেতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং ইউনিয়ন পরিষদকে সার্বিক সহযোগিতা করতে হবে। তবে একটা বিষয় মনে রাখা উচিত সমতল এলাকার মতো পার্বত্য এলাকায় রাজস্ব আয় হয়না। কারণ অত্র এলাকার অধিকাংশ মানুষ খেতে-খাওয়া। তারপরও প্রত্যেক নাগরিকের উচিত সরকারকে যথাযথ কর প্রদান করা। তারমতে, উন্মুক্ত বাজেট সভা আয়োজন করার মূল উদ্দেশ্য হলো জনসাধারণের মতামত এবং চাহিদার উপর ভিত্তি করে আগামী অর্থবছরে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা। আর আইমাছড়া ইউনিয়নে উন্নয়ন সমৃদ্ধি জন্য সকলের সহযোগিতা কামনা করেন। সর্বশেষ ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট কপি পাঠ করে শুনিয়ে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভা সমাপ্তি করেন।
এসময় আইমাছড়া ইউপি সদস্যবৃন্দ, প্রথাগত নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।