দীঘিনালায় পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
পার্বত্য জেলার প্রেক্ষিতে পুষ্টি কার্যক্রম জোরদারকরণ দীঘিনালায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজনে এনজিও লিডারশীপ টু এনইসির এডইকুয়েট নিউট্রিশন (লিন) প্রকল্প সহযোগীতায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক কর্মশালা করা হয়েছে।
দীঘিনালা এনজিও লীন এর দীঘিনালা কো-অডিনেটর সুনয়ন চাকমার সঞ্চালনায় পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান। এতে আরো বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, মেরুং ইউনিয়ন পরিষদ চেয়াম্যান মোছাঃ মাহমুদা বেগম লাকী, জনসাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা সুমেন চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্না চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার হ্যাপি চাকমা প্রমূখ।
আলোচনা সভায় বক্তরা বলেন, মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে পুষ্টির কর খাবার গ্রহনে সচেতন করতে হবে। শাক- সবজি রান্না করা সময় অব্যশই তেল ব্যবহার করতে হবে. প্রতিদিন এক/দুইটি ডিম খেলে স্বাস্থ্যর কোন ক্ষতি হয়না। গর্তবর্তী মা শিশু কিশোর কিশোরীর শারীরিক সঠিক গঠনের জন্য পুষ্টিকর খাবার গ্রহন করতে হবে। কিশোরীদের হাইজিং এর সময় অব্যশই স্যানেটারি ন্য্যাপকিন ব্যববহার করতে হবে। এবং সরকারী সকল দপ্তরের পুষ্টি সর্ম্পকে ব্যাপক প্রচার করতে হবে।