প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে জুরাছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ
॥ স্মৃতিবিন্দু চাকমা, জুরাছড়ি ॥
প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় প্রতিবাদ হয়েছে জুরাছড়িতেও। সোমবার বিকাল ৪টায় জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলাপরিষদ বিশ্রামাগাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে যক্ষাবাজার ঘুরে এসে জেলা পরিষদ বিশ্রামাগাড়ে এসে প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি প্রবর্তক চাকমা বলেন, গতকাল রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে জনসভায় মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান করেন। অচিরেই মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি ও বিচারের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক কেতন চাকমা, যুবলীগ সভাপতি রিকো চাকমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।