প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে কাপ্তাইয়ে আ’লীগের বিক্ষোভ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। সোমবার (২২মে) বিকাল ৪টায় কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বড়ইছড়ি সদরে বিক্ষোভ সমাবেশ করা হয়।
রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ কর্ত্কৃ প্রকাশ্য মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান করায় এ সমাবেশ করা হয়। কাপ্তাই উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রকৌশলী আবদুল লতিফ, স্বপন বড়ুয়া ও কাজী মাকসুদুর রহমাম বাবুল, যুগ্ম সম্পাদক আবুল ওহাব ও সুজন তনচংগ্যা ধনা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন, উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মোঃ হানিফ বাবুল, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মনোয়ারা জাহান, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা( জটিল), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী ও সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মিসিংপ্র মারমা, মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাক আহম্মেদ, সাধারণ সম্পাদক সুভাষ দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ সহ কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীকে উপস্থিত ছিলেন।