প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবাল (২২ মে) বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের যৌথ উদ্দ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক ও মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে উপজেলা আ.লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিনসহ উপজেলা আ.লীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।