[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণআজকের কিশোরী, আগামীর চ্যাম্পিয়ন, বাল্যবিবাহকে না বলার আহ্বানবিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন দীঘিনালায়মাটিরাঙ্গায় ২৮ হাজার ৮০০ শিশু টাইফয়েড টিকা পাবেদীঘিনালায় সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে পিবিজিএসআই’র চেক বিতরণকাপ্তাই দারুল উলুম নূরানী মাদরাসা ও এতিমখানায় চুরিশিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

প্রধানমন্ত্রীকে হত্যার প্রতিবাদে নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২১০

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় রাঙ্গামাটির নানিয়ারচরেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে) বিকেলে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চুনী দেওয়ান লাল সেতুর পাশে গিয়ে শেষ হয় পরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফারুক মৃধার সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আনসার আলী, বাবুল কর্মকার, মোঃ শাজাহান মৃধা, যুগ্ন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দত্ত প্রমূখ।

বক্তারা রাজশাহীতে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার জোর দাবি জানান। সেই সাথে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সুস্থ রাজনীতি করার ইচ্ছে থাকলে হত্যার রাজনীতি ছেড়ে দিয়ে সুন্দর রাজনীতিতে চলে আছেন। তা না হলে আওয়ামীলীগ রাজপথে থেকে দাঁত ভাঙা জবাব দিতে বিলম্ব করবে না।এসময় আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন।