কাপ্তাইয়ে মৎস্যজীবী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (২২মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা শাখা কমিটির আয়োজনে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
উপজেলা মৎস্যজীবী লীগ যুগ্ন আহবায়ক সুভাষ দাশের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে আহবায়ক মোস্তাক আহমেদ। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোঃ আব্দুল লতিফ ও স্বপন বড়ুয়া, কাজী মাকমুদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ওহাব ও সুজন তঞ্চঙ্গ্যা (ধনা), সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে উপজেলা সদরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং ১ মিনিট নিরবতা পালন করা হয়।