কবরস্থানের জমি বেদখলের অভিযোগে ২ সহোদরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
।। নিজস্ব প্রতিবেদক।।
রাঙ্গামাটির রাজস্থলীতে প্রভাবশালী চক্র কর্তৃক কবরস্থানের জায়গা অবৈধভাবে দখল করে নেওয়ার অভিযোগে ২ সহোদরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে স্থানীয়রা।
রবিবার সকালে শহরের ক্যাফে দাওয়াত রেস্তোরাঁয় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামের বাসিন্দার এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মিজানুর রহমান, এসময় উপস্থিত ছিলেন, আউয়াল হোসেন, জাহিদুল ইসলাম, আব্দুস সামাদ কাজী, মাকুসুদুর রহমান, মোঃ তালিব প্রমূখ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর গ্রামে আব্দুল রাজ্জাক ও রিয়াজ উদ্দিন এই দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ক্ষমতা অপব্যহার করে সাধারণ মানুষের জমি দখল করে আসলেও তাদের হাত থেকে কবরস্থানের জায়গাও রক্ষা করা যাচ্ছে না। কবরস্থানের জায়গা দখল করে সেখানে থাকা গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ, থানা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এমনকি আদালত গ্রামবাসীর পক্ষে রায় দিলেও দুই ভাই তা অমান্য করে চলছেন। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে মামলার হুমকি দেয়। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও কোন সমাধান না পাওয়ায় এই সংবাদ সম্মেলন।
এসময় গ্রামের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা কমনা করেন। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা।