পানছড়িতে ৩ বিজিবি’র উন্নয়নমুলক সহায়তা প্রদান
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক জনকল্যান মুলক কর্মসূচির আওতায় সেলাই মেশিন, ঢেউটিন, শিক্ষা সামগ্রীসহ শ্রীকুন্তিমা ছড়া বেসরকারী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) সকালে লোগাং জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব অনুদান প্রদান করেন।
জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম পিএসসি বলেন, বিজিবি সীমান্ত চোরাচালান রোধ সহ পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে বজায় রাখতে সর্বদা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।