রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচীর আওতায়
খাগড়াছড়িতে স্মার্ট আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধন
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই লক্ষ্যে প্রতিটি জেলা আওয়ামীলীগ কার্যালয় অফিসে স্মার্ট কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচীর আওতায় খাগড়াছড়িতে ‘স্মার্ট কার্যালয়’ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ মে) দুপুরে খাগড়াছড়ি শহরের নারিকেল বাগানস্থ রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ স্মার্ট কার্যালয়ের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও মন্ত্রিপরিষদের প্রাক্তন সচিব কবির বিন আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা)ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
এ সময় প্রধান আলোচকের বক্তব্যে কবির বিন আনোয়ার বলেন, স্মার্ট দেশের জন্য দরকার স্মার্ট সরকার। আর সরকার যেহেতু দলীয়, তাই একটি স্মার্ট সরকারকে সহায়তা করতে দরকার স্মার্ট দল। সেই উদ্দেশ্য থেকে স্মার্ট কার্যালয় স্থাপনের মাধ্যমে স্মার্ট দলে রূপান্তরের এ কার্যক্রম।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাইথোঅং মারমা, কংজরী চৌধুরী, কল্যাণ মিত্র বড়ুয়া, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কাশেম, পার্বত্য জেলা পরিষদ সদস্য এ্যাড. আশুতোষ চাকমা, নিলোৎপল খীসা, হিরন জয় ত্রিপুরা, শতরূপা চাকমা, শুভ মঙ্গল চাকমা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজীব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশ, জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা প্রমুখ।