মানিকছড়িতে মংপ্রুসাইন বাহাদুর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন কর্তৃক আর্থিক সহায়তা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মং রাজা বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন বাহাদুর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন কর্তৃক একটি অসহায় পরিবারকে চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেছে। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে মানিকছড়ির রাজবাড়ি ফাউন্ডেশন কার্যালয়ে উক্ত সহায়তা প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু।
এ সময় ফাউন্ডেশন’র চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু বলেন, মং রাজা বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন মংপ্রুসাইন বাহাদুর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন কর্তৃক বিভিন্ন সময়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় উপজেলার সিএনবি এলাকার মোঃ ফারুক হোসসেন’র মেয়ের চিকিৎসা জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ফাউন্ডেশন কর্তৃক এমন মানবিক কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।