নানিয়ারচরে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভা
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটির নানিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মে) সকাল ১১ঘটিকায় নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল ওহাব হাওলাদার এর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার, এমপি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক ও কাউখালী উপজেলা চেয়ারম্যান শামসুদ্দোহা চৌধুরী, প্রচার সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনসার আলী, বাবুল কর্মকার, সুজিত তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, প্রিয়তোষ দত্ত, সাংগঠনিক সম্পাদক ঝিল্লোর মজুমদার, জনতা শেখর চাকমা, আইন বিষয় সম্পাদক অ্যাড. মামুন ভূইয়া সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধ।
প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি বলেন, যারা দলের মধ্যে বিরোধ সৃষ্টি করতে উঠেপড়ে লেগেছে সে ব্যক্তি যেই হোক তাকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো বলে তিনি মন্তব্য করেন।
এমপি আরো বলেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবকে যারা মারধর করেছে ঘটনার সুস্থ তদন্তের জন্য জেলা কমিটির একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সেই যর বড় নেতা হোক বা এডভোকেট হোক কাউকে ছাড় দেওয়া হবে না। জেলা কমিটির সিদ্ধান্ত অমান্য করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এসময় তিনি আগামী দ্বাদশ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসার জন্য সকলকে ঐক্য থাকার আহবান জানান।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বলেন, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পদে থাকা সভাপতিকে যারা মারধর করেছে তা অত্যন্ত দুঃখজনক, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং অপরাধীদের দ্রুত গ্রেফতারের জন্য জোর দাবী জানান।