জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত উদযাপন কমিটির আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে দেশের গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, উচ্চাঙ্গসংগীত, লোকগীতি, কেরাত, হামদ-নাত, জারী গান, আবৃত্তি, রচনা, বির্তক, লোক নৃত্য ও উচ্চাঙ্গ নৃত্য বিষয়ে উপজেলার ১৭ মাধ্যমিক ও ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক প্রতিযোগী অংশ নেন।
প্রতিযোগিতা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান ফলাফল ঘোষণা করে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারী রাঙ্গামাটি জেলা পর্যায়ে অংশ নিবেন।