য়ারুং যুব সমিতির উদ্যোগে
খাগড়াছড়ির আলাধন পাড়ায় বৈসু উপলক্ষে খেলাধূলা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ ১৩নং প্রকল্প আলাধন পাড়ায় ‘য়ারুং যুব সমিতি’র আয়োজনে বৈসু উপলক্ষে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় সার্বজনীন শ্রীশ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে প্রধান সড়ক থেকে পাড়ায় যাওয়ার পথে ঝুঁকিপূর্ণ কালভার্ট নতুন করে নির্মাণ, স্থানীয় পুরাতন লক্ষী-নারায়ণ মন্দির ভবন নির্মাণ ও বিদ্যুৎ সংযোগ প্রকল্প সহ সার্বক্ষণিক পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি সদর শাখার প্রাক্তন সভাপতি খলেন জ্যোতি ত্রিপুরার সঞ্চালনায় য়ারুং যুব সমিতির সভাপতি বিনয় ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সনজীব ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব কান্তি ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চায়না ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য ও পেরাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মল ত্রিপুরা (মন্টু),ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা, স্থানীয় এলাকার কার্বারী চন্ডী কিশোর ত্রিপুরা প্রমুখ। এসময় স্বাগত বক্তব্য রাখেন য়ারুং যুব সমিতির সাধারণ সম্পাদক ও ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি কলেজ শাখার সভাপতি হিকোময় ত্রিপুরা।
এছাড়াও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক মিহির কান্তি ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরা, বাংলাদেশ কৃষকলীগের পেরাছড়া ইউনিয়ন শাখার সভাপতি ময়না দাস ত্রিপুরা, গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য সমাপন ত্রিপুরা, ৫মাইল যৌথ খামার ললিত চন্দ্র পাড়ার কার্বারী ননে রঞ্জন ত্রিপুরা, ৪মাইল যৌথ খামার কার্বারী ও দেবেন্দ্র মোহন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র ত্রিপুরা, সিয়াই হারুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েল ত্রিপুরা, কামিনী পাড়া যুব কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক দহেন বিকাশ ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ডেনি বিকাশ ত্রিপুরা সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে বিভিন্ন খেলাধূলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। এছাড়াও প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে খাগড়াছড়ির ধীনা ড্যান্স একাডেমীর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।