[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়িতে বায়তুশ শরফ মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণগৌতম বুদ্ধ ২৫৬০ বছর আগে জগতে আবির্ভূত হয়েছিলেনহৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জসিম মারা গেছেনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ (মূল) দলের সদস্য আটকখাগড়াছড়ির দীঘিনালায় বোরো ধানের বাম্পার ফলনলুটেরার দল আচমকা গন্ডোগোল আবোল তাবোল দল বাঁধাইয়া হগ্গল হাতাইয়া নিতে গোল পাকাইয়াছে, চিন্তায় আছি….দিন-মাস বছর ধরেই অবৈধ দখলে সংকুচিত কাপ্তাই হ্রদ, মুক্ত করতে হবেদেশে বর্তমানে যথেষ্ট খাদ্য মজুদ রয়েছে: উপদেষ্টা আলী ইমামমানুষের জীবন-কর্ম জ্ঞান, মৃত্যু, পুনঃর্জন্ম সবকিছুই ন্যাচারাল: পার্বত্য উপদেষ্টাগৌতম বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত প্রধান ঘটনাই হলো ‘বুদ্ধপূর্ণিমা’
[/vc_column_text][/vc_column][/vc_row]

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতির ভারত সফর মিথ্যা ও ভিত্তিহীন

১৫৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার ভারত গমন নিয়ে রাজনৈতিক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে জনসংহতি সমিতি। বুধবার (১০মে) সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।

প্র্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার ভারত গমন নিয়ে Banglanews24.com, দৈনিক ইত্তেফাক ও ঢাকা পোষ্টের সংবাদ জনসংহতি সমিতির দৃষ্টিগোচর হয়েছে। বিশেষ করে Banglanews24.com -এ “১৫ দিনের সফরে ভারতে সন্তু লারমা” শীর্ষক সংবাদে ‘১৫ দিন ভারত সফরে কলকাতা, বিহারসহ আসাম, ত্রিপুরা, মেঘালয় যাবেন সন্তু লারমা’ বলে উল্লেখ করা হয়। সংবাদে উল্লেখিত ‘বিহারসহ আসাম, ত্রিপুরা, মেঘালয় যাওয়ার’ খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জনসংহতি সমিতির সভাপতি কলকাতায় কোন সাংবাদিক বা গণমাধ্যমে কোন ধরনের বক্তব্য প্রদান করেননি। শ্রী লারমা বরাত দিয়ে প্রকাশিত Banglanews24.com -এর সংবাদ সম্পূর্ণ উদ্দেশ্য-প্রণোদিত।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতির ভারত গমন নিয়ে Banglanews24.com কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় জনসংহতি সমিতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। প্রেস বিজ্ঞপ্তি-