শিরোনাম
খাগড়াছড়ির গুইমারায় ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে সাড়ে ২৭ লক্ষ টাকা সহায়তাব্রি ধান-১০৩ পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়ার সাথে অত্যন্ত উপযোগীশহীদ শামসুদ্দিন দেশের জন্যই শহীদ হয়েছেনবাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর, সম্পাদক রহমতুল্লাহকারিগরি শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক হতে হবেকাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় দোয়া ও আলোচনা সভামানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণরাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে বানর ছানা উদ্ধার পরে অবমুক্ত করল বন বিভাগবান্দরবানের লামায় ৬ ইটভাটার মালিককে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতির ভারত সফর মিথ্যা ও ভিত্তিহীন

১৫৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার ভারত গমন নিয়ে রাজনৈতিক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছে জনসংহতি সমিতি। বুধবার (১০মে) সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।

প্র্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার ভারত গমন নিয়ে Banglanews24.com, দৈনিক ইত্তেফাক ও ঢাকা পোষ্টের সংবাদ জনসংহতি সমিতির দৃষ্টিগোচর হয়েছে। বিশেষ করে Banglanews24.com -এ “১৫ দিনের সফরে ভারতে সন্তু লারমা” শীর্ষক সংবাদে ‘১৫ দিন ভারত সফরে কলকাতা, বিহারসহ আসাম, ত্রিপুরা, মেঘালয় যাবেন সন্তু লারমা’ বলে উল্লেখ করা হয়। সংবাদে উল্লেখিত ‘বিহারসহ আসাম, ত্রিপুরা, মেঘালয় যাওয়ার’ খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, জনসংহতি সমিতির সভাপতি কলকাতায় কোন সাংবাদিক বা গণমাধ্যমে কোন ধরনের বক্তব্য প্রদান করেননি। শ্রী লারমা বরাত দিয়ে প্রকাশিত Banglanews24.com -এর সংবাদ সম্পূর্ণ উদ্দেশ্য-প্রণোদিত।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতির ভারত গমন নিয়ে Banglanews24.com কর্তৃক রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় জনসংহতি সমিতি তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে। প্রেস বিজ্ঞপ্তি-