কাপ্তাইয়ে পাচঁ মেধাবী শিক্ষার্থীদের পাশে বিজিবি
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই ওয়াগ্গা বিজিবি ৪১ব্যাটালিয়ন কর্তৃক মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টায় ওয়াগ্গা বিজিবি কার্যালয়ে কর্ণফুলী ডিগ্রী কলেজ ৫ মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান প্রদান করা হয়। নগদ অনুদান প্রদান করে বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল সাব্বির আহমেদ এএসসি।
এসময় বিজিবি দায়িত্ন প্রাপ্ত অফিসার,কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, প্রভাষক শ্যামলী দাস ও কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন উপস্থিত ছিলেন। লেঃ কর্ণেল সাব্বির আহমেদ জানান তোমরা মনযোগ দিয়ে পড়ালেখা করে একসময় দেশের উন্নয়নে কাজ করবে।তিনি আগামিতে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার আশ্বাস প্রদান করেন।