শিরোনাম
সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হয়েছিলবাঙ্গালহালিয়াস্থ শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জে ধর্মীয় সভাথানচিতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনখাগড়াছড়ির গুইমারায় ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে সাড়ে ২৭ লক্ষ টাকা সহায়তাব্রি ধান-১০৩ পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়ার সাথে অত্যন্ত উপযোগীশহীদ শামসুদ্দিন দেশের জন্যই শহীদ হয়েছেনবাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর, সম্পাদক রহমতুল্লাহকারিগরি শিক্ষার মান বৃদ্ধির জন্য শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক হতে হবেকাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখায় দোয়া ও আলোচনা সভামানিকছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ

কাপ্তাইয়ে পাচঁ মেধাবী শিক্ষার্থীদের পাশে বিজিবি

১৮১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি কাপ্তাই ওয়াগ্গা বিজিবি ৪১ব্যাটালিয়ন কর্তৃক মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দুপুর ১২টায় ওয়াগ্গা বিজিবি কার্যালয়ে কর্ণফুলী ডিগ্রী কলেজ ৫ মেধাবী অসহায় শিক্ষার্থীদের মাঝে নগদ অনুদান প্রদান করা হয়। নগদ অনুদান প্রদান করে বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল সাব্বির আহমেদ এএসসি।

এসময় বিজিবি দায়িত্ন প্রাপ্ত অফিসার,কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, প্রভাষক শ্যামলী দাস ও কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন উপস্থিত ছিলেন। লেঃ কর্ণেল সাব্বির আহমেদ জানান তোমরা মনযোগ দিয়ে পড়ালেখা করে একসময় দেশের উন্নয়নে কাজ করবে।তিনি আগামিতে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার আশ্বাস প্রদান করেন।