শিরোনাম
কাপ্তাইয়ে জোন কমাণ্ডার’স স্কলারশিপ-২৫ পরীক্ষা অনুষ্ঠিতসেনা জোনের অভিযানে লংগদুতে গাঁজা উদ্ধাররাঙ্গামাটি সদর হাসপাতালের সিনিয়র নার্সের আত্মহত্যাসিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা হয়েছিলবাঙ্গালহালিয়াস্থ শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী সেবাকুঞ্জে ধর্মীয় সভাথানচিতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনখাগড়াছড়ির গুইমারায় ক্ষতিগ্রস্ত ৯৭ পরিবারকে সাড়ে ২৭ লক্ষ টাকা সহায়তাব্রি ধান-১০৩ পাহাড়ি অঞ্চলের মাটি ও আবহাওয়ার সাথে অত্যন্ত উপযোগীশহীদ শামসুদ্দিন দেশের জন্যই শহীদ হয়েছেনবাঘাইছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর, সম্পাদক রহমতুল্লাহ

মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময়

১৮১

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মাটিরাঙ্গা উপজেলায় শুভাগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ মে) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি বক্তব্য দেন খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।

সভায়, মাটিরাঙ্গা মহিলা কলেজ স্থাপন, ধলিয়া লেক দখলমুক্ত করে সৌন্দর্যকরণ, পৌর টার্মিনাল স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৩১ শয্যা থেকে ৫০ শয্যা করা সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক।

এসময়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।

প্রত্যেক প্রস্তাবই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে জানিয়ে জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেন, খাগড়াছড়িতে শিক্ষার অনুন্নত মান উন্নয়নে কাজ করা হবে। সারাদেশের ন্যায় খাগড়াছড়িকেও স্মার্ট খাগড়াছড়িতে রুপান্তরিত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী, মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মোঃ শামসুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, উপজেলা মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাগন, সকল ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তীবর্গ উপস্থিত ছিলেন।