[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানানৌবাহিনী স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনাচুক্তি বাস্তবায়ন নিয়ে সৌহার্দপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদরাঙ্গামাটি শ্রী শ্রী লোকনাথ যোগাশ্রমের (মন্দির) ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগরাঙ্গামাটির লংগদু উপজেলাস্থ ভাইবোনছড়ায় বৃদ্ধ মজিবুর এর জায়গা দখলের অভিযোগকাপ্তাই বাংলা কলোনি মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকালআর পিছিয়ে থাকতে চাই না, দেশের মূলধারার সঙ্গে যুক্ত হতে চাই; পার্বত্য উপদেষ্টালামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

বর্ণাঢ্য আয়োজনের বান্দরবানে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালন

১৪৮

॥ বান্দরবান প্রতিনিধি ॥

‘আমরা সকল কাজই আন্তরিকভাবে করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস।

সোমবার (৮মে) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালী। এসময় বিভিন্ন হাতে ফেস্টুন ও ব্যানার নিয়ে র‌্যালীতে অংশ নেন ছাত্র-ছাত্রী সহ উর্ধতন কর্মকর্তাগণ। র‌্যালীটি শহরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরুন সারকী টাউন হলে শেষ হয়। শুরু হয় আলোচনা সভা

সভায় রেড ক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

বক্তব্যে ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বিগত করোনার সময়ে রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা স্বাস্থ্য সেবা পরিচালনায় সবচেয়ে বেশি সহযোগিতা করে গেছে যা অতুলনীয়। তাই আগামীতেও সবসময় নিজেদেরকে মানবতার সেবায় নিয়োজিত রাখবে এই প্রত্যাশা রাখি।

রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের মানবিক কর্মকাণ্ডের জন্য এই ইউনিট জাতীয় ভাবে প্রশংসা ও পুরস্কার অর্জন করেছে। বিগত সময়ে প্রাকৃতিক বিপর্যয় সহ নানা প্রতিকূলতায় রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সদস্যরা সবসময়ই আর্থ মানবতার সেবায় নিয়োজিত ছিলো এবং এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু, সদস্য গাব্রিয়াল ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিব কুমার বিশ্বাস, রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি অমল কান্তি দাশ, গজালিয়া ইউপি চেয়ারম্যান অমল কান্তি দাশসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।