আলীকদমে কারিতাসের ত্যাগ ও সেবা অভিযান কার্যক্রম
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ আলীকদম ॥
“একসাথে পথ চলি, মিলন সমাজ গঠন করি” এই প্রতিপাদ্যর আলোকে ত্যাগ ও সেবা অভিযান পরিচালনা করছে বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ।
তিন মাসব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে গত ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে ত্যাগ ও সেবা অভিযান কার্যক্রম। কারিতাস আলীকদম উপজেলা কার্যালয়ে ত্যাগ ও সেবা অভিযান উপলক্ষে আলোচনা সভায় ইসলাম,হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের গুরুরা নিজ নিজ ধর্মের আলোকে উল্লেখিত মূল সুরের ওপর আলোচনা করেন।
রবিবার (৭মে) বিকালে।কারিতাস আলীকদম উপজেলার মাঠ কর্মকর্তা জেসমিন চাকমার সভাপতিত্বে ধর্মীয় আলোকে আলোচনা সভায় অংশনেন মাওলানা মোঃ আবছার উদ্দিন, বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত উ নন্দাচারা মহাথের ও হিন্দু ধর্মীয় আলোকপাত করেন ডাঃ সুজিত কুমার দে, খ্রীষ্ট ধর্মীয় গুরু হাঁমাজন ত্রিপুরা।
অতিথি ছিলেন ৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন,আলীকদম উপজেলা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান,২৮৮ নং আলীকদম মৌজার হেডম্যান অংহ্লাচিং মার্মাসহ গণমান্য বর্গ উপস্থিত ছিলেন।
ত্যাগ ও সেবা কাজ সম্পর্কে জাতি–ধর্ম–বর্ণ নির্বিশেষে প্রত্যেককে সচেতন করা এবং দেশের দরিদ্র, দুস্থ ও বঞ্চিত প্রতিবেশী ভাইবোনদের জন্য দান করতে সকলকে অনুপ্রাণিত করার লক্ষে কারিতাস বাংলাদেশ প্রতি বছর ত্যাগ ও সেবা অভিযান বাস্তবায়ন করছে। ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।