মহালছড়িতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভা যাত্রা
॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মহালছড়িতে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে পার্বত্য ভিক্ষু সংঘ’র উদ্যেগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ৮ টায় মহালছড়ি সরকারি কলেজ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মহালছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রাটি উদ্বোধন করেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল শাহরিয়ার শাফকাত ভুঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মুবাছড়ি গৌতম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ প্রজ্ঞা জ্যেতি মহাথের, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সোনা রতন চাকমাসহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো পূণ্যার্থী অংশগ্রহন করেন।
শোভাযাত্রাটি উদ্বোধন কালে সংক্ষিপ্ত বক্তব্যে জোন অধিনায়ক বলেন, ত্রিস্মৃতি বিজরিত এ পবিত্র দিনটির প্রভাবে সকল হানাহানি-মারামারি, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক।
উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা বলেন, এ দিনটিতে গৌতম বুদ্ধের শুভ জন্ম দিন, বুদ্ধত্বলাভ ও মহাপরিনর্বাণ লাভ করার ফলে বৈশাখী পূর্ণিমা বৌদ্ধদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। তাই এ দিনটি বৌদ্ধরা স্মরণীয় করে রাখতে আনন্দ উৎসবে মেতে থাকেন।
বৈশাখী পূর্ণিমা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সোনা রতন চাকমা বলেন, পবিত্র এ দিনটি শ্মরণে মহালছড়িতে দিনব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছে। মঙ্গল শোভাযাত্রা শেষে লেমুছড়ি পুতপুত্যা ক্লাব প্রাঙ্গনে এক ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় দেশনা, সংঘদান, অষ্টপরিক্খার দানসহ সন্ধ্যায় আকাশবাতি উত্তোলন করা হবে।