রাঙ্গামাটিতে চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়ন এর উগ্যেগে সাহিত্য আড্ডা
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট লেখক ও গবেষক অরুণ দেববর্মা ও কবি বিকাশ রায় দেববর্মার শুভাগমন উপলক্ষে চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়ন এর আয়োজনে বুধবার সন্ধ্যায় রাঙ্গামাটি শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।
উক্ত সাহিত্য আড্ডায় ভারতীয় দু’জন লেখক ও কবি ছাড়াও পার্বত্য চট্টগ্রামের স্বনামধন্য লেখক ও কবিরাও উপস্থিত ছিলেন। কবি মৃত্তিকা চাকমার সভাপতিত্বে ও কবি মুকুল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি কলেজের সহকারী অধ্যাপক লেখক বিপম চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া,ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট রাঙ্গামাটির গবেষণা কর্মকর্তা লেখক শুভ্র জ্যোতি চাকমা, রাঙ্গামাটি বিএম ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক লেখক আনন্দ জ্যোতি চাকমা, সাবেক শিক্ষিকা গৈরিকা চাকমা, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান ছোটগল্পকার খোকনেশ্বর ত্রিপুরা খুমুই, সাংবাদিক বিজয় ধর, কবি বিহারী চাকমা, কবি প্রগতি খীসা প্রমুখ সাহিত্যপ্রেমী কবি ও লেখকবৃন্দ।
সাহিত্য আড্ডায় লেখকবৃন্দ পাহাড়ের সাহিত্য চর্চার বর্তমান অবস্থা তুলে ধরেন এবং স্বরচিত কবিতা পাঠ করেন। নিজ নিজ মাতৃভাষাকে সমৃদ্ধ করতে লেখকবৃন্দ মাতৃভাষায় কবিতা রচনার উপর জোর দেন। এছাড়াও নিজেদের ইতিহাস-ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে লেখালেখির বিকল্প নেই বলে মত প্রকাশ করেন লেখকবৃন্দ। কবি মৃত্তিকা চাকমার কবিতা পাঠের মধ্য দিয়ে সমাপ্ত হওয়া সাহিত্য আড্ডাটি দুই দেশের সাহিত্যপ্রেমী লেখকবৃন্দের মাঝে নিঃসন্দেহে একটি সেতুবন্ধন তৈরি করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন লেখকরা। সাহিত্য আড্ডায় ভারতের ত্রিপুরা আগত বিশিষ্ট লেখক ও গবেষক অরুণ দেববর্মা ও কবি বিকাশ রায় দেববর্মাকে চিটাগং হিল ট্রাক্টস রাইটার্স ইউনিয়ন এর পক্ষ তেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।