[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমেরখাগড়াছড়ির রামগড়ে দুই কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানাখাগড়াছড়ির রামগড়ে দুই বসতবাড়ি আগুনে ভষ্মিভুতদীঘিনালায় গার্ল গাইডস এসোসিয়েশনের ৫দিনব্যাপি বিজ্ঞপাখি মৌলিক প্রশিক্ষণ সম্পন্নখাগড়াছড়ির দীঘিনালায় বাড়ির সদস্যদের অজ্ঞান করে দূর্ধষ চুরিগুণগত শিক্ষা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দিতে পারবে: রাঙ্গামাটিতে জলখেলি অনুষ্ঠানে সুপ্রদীপনৃ-গোষ্ঠীর আগে ক্ষুদ্র শব্দটি ব্যবহার করতে চাই না: জলকেলীতে উপদেষ্টা সুপ্রদীপবান্দরবানের আলীকদমে মার্মা সম্প্রদায়ের মাহাঃ সাংগ্রাই পোয়েঃ-২০২৫ উৎসব পালনপুরোনো দিনের গ্লানি মুছে যাক সাংগ্রাইয়ের মৈত্রীময় জলেবান্দরবানের থানচিতে খ্রীস্টান সম্প্রদায়ের গুড ফ্রাইডের উপহার দিলেন সেনাবাহিনী
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে-

খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসু উপলক্ষে সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান

৯৭

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে ত্রিপুরাদের বৈসু উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক বিনিময় অনুষ্ঠান হয়েছে। শুক্রবার(২৮এপ্রিল) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের তিন পার্বত্য জেলা এবং বোডোল্যান্ড, আগরতলার শিল্পীদের সাংস্কৃতিক বিনিময় হয়।

আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল আবুল হাসনাত, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম সহ ত্রিপুরা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বলেন, ত্রিপুরা জনগোষ্ঠীর শুধু বাংলাদেশের নয় বাংলাদেশের সীমানার বাহিরেও অন্যান্য দেশে ও বিভিন্ন অঞ্চলে অবস্থিত সকল ত্রিপুরা জনগোষ্ঠীদের ঐতিহ্য, ইতিহাস এবং সংস্কৃতির সম্পর্কে আমার ধারণা আছে। ত্রিপুরাদের ইতিহাস ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং সুশৃঙ্খল। প্রতিবেশী দেশের শিল্পীর উপস্থিতির মাধ্যমে প্রকাশ পায় এটি সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ এবং নিজেদের মধ্যে দীর্ঘদীনের ঐতিহাসিক সম্পর্কেরই একটি প্রতিফলন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক শুধু আজকের দিনে নয়, এটা বহুদিনের সম্পর্ক। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিলেন। তাদের সাথে আমাদের ভ্রাতৃত্ব সম্পর্ক বহুদিনের। আজকে এখানে বাংলাদেশ ও ভারতের শিল্পীদের সাংস্কৃতিক বিনিময় একটি যুগান্তকারী ইতিহাসের প্রতিফলন।