দিগুন লাভ দেখিয়ে নিরীহ মানুষের টাকা আত্মসাৎ
রাঙ্গামাটিতে ১৮ মামলার পরোয়ানাভুক্ত আসামী রুবেল আবারো গ্রেফতার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি ও চট্টগ্রামে অনেক নিরীহ মানুষের টাকা আত্মসাৎকারী ব্যবসায়ী মেসার্স রুবেল ইলেকট্রনিক্স হাউস এর মালিক মোহম্মদ আবু ওয়াহেদ প্রকাশ রুবেল (৩২) একাধিক মামলায় ২০ মাস সাজা ভোগ করার পর অন্য মামলায় গত ২২ এপ্রিল-২০২৩ (শনিবার) আবারও রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে।
সূত্রে জানা যায়, রাঙ্গামাটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা নং এসি-১০৪/১৭ এবং এসি- ১১৬/১৭ দুটি পৃথক মামলায় মোহম্মদ আবু ওয়াহেদ প্রকাশ রুবেল এর এক বছরের সাজা হয়। পরোয়ানা মুলে রুবেলকে আদালতে নেয়া হলে বিজ্ঞ আদালত তাঁকে রাঙ্গামাটি জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে চট্টগ্রামের তিন থানায় অভিযান চালিয়ে নগরীর চকবাজার থেকে বিগত ৭/১/২০২১ ইংরেজি তারিখ রাঙ্গামাটি জেলা জজের আদালত কর্তৃক সাজা পরোয়ানা এসসি-৯০/১৯ মামলায় পুলিশের হাতে আটক আসামি এক বছর কারাভোগ করেন, এরপর অপর আরেকটি মামলায় (তৃতীয় যুগ্ম দায়রা জজ আদালত, চট্টগ্রাম) এসটি-৮০২৩/১৮ এক বছরের সাজা হয়। এ মামলায় ৮ মাস জেল খেটে মহামান্য হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন প্রাপ্ত হয়ে পলাতক হয়ে যায়।
মোহাম্মদ আবু ওয়াহেদ রুবেল (৩২) মৃত আইয়ুব আলীর পুত্র রাঙ্গামাটি শহরের প্রাণ কেন্দ্র বনরুপায় তাঁর পিতার রেখে যাওয়া মেসার্স রুবেল ইলেকট্রনিক্স হাউস, রুবেল মোটরস সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান এর মালিক। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার খলিফাপাড়া গ্রামে, তাঁর পিতা আইয়ুব আলীর সুনাম ব্যবহার করে দ্বীগুন লাভের লোভ দেখিয়ে রাঙ্গামাটি, চট্টগ্রাম ও রাঙ্গুনিয়াতে বহু নিরীহ মানুষের টাকা আত্মসাৎ করে নিঃস্ব করেছে বলে অভিযোগ রয়েছে।
রাঙ্গামাটি, চট্টগ্রাম ও রাঙ্গুনিয়া থানায় এ পর্যন্ত এক ডজনের অধিক মামলার খোজ পাওয়া গেছে, মোহাম্মদ আবু ওয়াহেদ রুবেল (৩২) এর বিরুদ্ধে প্রতারনার মামলা গুলো হচ্ছে : সিআর ১৭৭/১৬, এসি ১০৪/১৭ রাঙ্গামাটি, সিআর ১১২১/১৬ চট্টগ্রাম, সিআর ১০৩/১৬ চট্টগ্রাম, সিআর ৭৪/১৬ রাঙ্গামাটি, এসি ১১৬/১৭, সিআর ১৪১৪/১৬ ঢাকা, সিআর ২৪০/১৮ চট্টগ্রাম রাঙ্গুনিয়া, সিআর ২০/১৬ চট্টগ্রাম ডবলমুরিং, সিআর ১৮১/১৮ রাঙ্গাামাটি, এসি ১০৫/১৭ রাঙ্গামাটি, সিআর ১৩০/১৬ রাঙ্গামাটি, সিআর ৪৫৬/১৬ চট্টগ্রাম ডবলমুরিং ।
চট্টগ্রাম কোর্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ৭ জানুয়ারি চট্টগ্রামের ৩ থানার যৌথ অভিযানে ২২ মামলার আসামী প্রতারক রুবেল গ্রেফতার হয়।
রাঙ্গামাটি কোতয়ালী থানা সূত্রে জানা যায়, পুলিশের অভিযানে সিআর-১৫টি ও সিআর সাজা-৩টি (বিভিন্ন মেয়াদে সাজা, ক্ষতিপূরণ ও অর্থ দন্ডপ্রাপ্ত), সর্বমোট-১৮টি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোহম্মদ আবু ওয়াহেদ প্রকাশ রুবেলকে গ্রেফতার করা হয়।
রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর নির্দেশনায় রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিনের, এসআই (নিঃ) রূপক কর্মকার, এসআই (নিঃ) রিয়াদুল হাসান, এএসআই (নিঃ) সুরেশ দাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিআর -১৫ টি ও সি.আর সাজা-০৩টি (বিভিন্ন মেয়াদে সাজা, ক্ষতিপূরণ ও অর্থ দন্ডপ্রাপ্ত), সর্বমোট-১৮টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোহম্মদ আবু ওয়াহেদ রুবেলকে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে গ্রেফতার পূর্বক রাঙ্গামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
গত রবিবার ২৩ এপ্রিল বিজ্ঞ আদালত তাঁকে রাঙ্গামাটি জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গাামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন।