৬শ পরিবারের মাঝে সেনা প্রধানের দেয়া ঈদ উপহার বিতরণ
॥ মাইন উদ্দিন বাবলু, গুইমারা ॥
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সেনা প্রধানের পক্ষ থেকে খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন খাগড়ছড়ির গুইমারা রিজিয়ন ৬শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পাহাড়ে বসবাসরত মানুষের মাঝে ঈদ আনন্দ বিলিয়ে দিতে সেনাবাহিনী প্রধানের উপহার সামগ্রী অসহায়, দুস্থ, অচল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন। এছাড়াও সকালে রামগড় উপজেলার থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, গুইমারা উপজেলার বড়পিলাক বাজার মাঠ, উপজেলার বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬শ পরিবারের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে ঈদ উপহার হিসেবে পোলাও চাল, ডাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, লুডুলস গুড়ো দুধ, মুরগী এবং মসলাসহ যাবতীয় উপকরণ প্রদান করেন রিজিয়ন কমান্ডার। এ সময় রিজিয়নের জিএসও-২ এবং বিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।