স্বাধীনতা দিবসের কর্মসূচিতে নেতাকর্মীদের নিরুৎসাহি করা সহ নানান অভিযোগ
নানিয়ারচর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমাকে অব্যাহতির দাবি
॥ নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ॥
স্বাধীনতা দিবসে দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে নিরুৎসাহিত, দলীয় বিরোধী কর্মকান্ড, দলের মধ্যে অস্থিরতা সৃষ্টি ও দলীয় সকল নেতাকর্মীদের সাথে অসৌজন্য মূলক আচরণ করার অভিযোগ এনে রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমাকে দলীয় পদ থেকে অব্যাহতির দাবি জানিয়েছে দলের সভাপতি সহ অধিকাংশ নেতাকর্মী। তার বিরুদ্ধে আনীত অনাস্থার সভার রেজুলেশন সহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বরাবরেও আবেদন দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলগের সুত্র জানায়, গত ১৬ এপ্রিল নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ এর কার্য নির্বাহী সভায় দুই-তৃতীয়াংশের অধিক সদস্যের একমত ও উপস্থিতি সবার সর্বসম্মতিক্রমে তাকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতির জোর দাবী জানিয়েছে। এছাড়াও সভার রেজুলেশন সহকারে জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবরে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। ইলিপন চাকমা’র বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে মহান স্বাধীনতা দিবসে দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে নিরুৎসাহিত, দলীয় বিরোধী কর্মকান্ড, দলের মধ্যে অস্থিরতা সৃষ্টি ও দলীয় সকল নেতাকর্মীদের সাথে অসৌজন্য মূলক আচরণ করায় তাকে দলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতির জোর দাবী জানান। পরে বুধবার (১৯ এপ্রিল) নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি আব্দুল ওহাব হাওলাদার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের হাতে এ অব্যাহতির আবেদনের সাথে কার্যনির্বাহী সভার রেজুলেশনও প্রদান করেন।
এছাড়াও অভিযোগ করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের গতিশীলতা আনার লক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমাকে বারংবার সভা আহবানের জন্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার নির্দেশ প্রদান করলেও তিনি বিভিন্ন অজুহাতে অসম্মতি জানান। পরে সভাপতি দলীয় স্বার্থে গঠনতন্ত্রের ২২(ক) ধারার ক্ষমতা বলে গত ১৬/০৪/২০২৩খ্রিঃ (রবিবার) নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যনির্বাহী সভার আহবান করেন। উক্ত সভায় উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী পরিষদের ৭১(একাত্তর) জন সদস্যের মধ্যে ৫১ (একান্ন) জন সদস্য উপস্থিত ছিলেন। বাকী সদস্যরা পারিবারিক কাজে এলাকার বাইরে থাকায় সভায় উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। সভায় ইলিপন চাকমার বিরুদ্ধে দলীয় শৃংখলা, অন্যদের বাধাপ্রদান, বিগত ইউপি নির্বাচনের দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করা, দলে একক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া সহ নানান অভিযোগ করা হয়। সভায় সংগঠনের স্বার্থে গঠনতন্ত্রের ৪৭ (ঞ) এর ধারায় ইলিপন চাকমাকে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদানের জন্য জোর দাবী জানান। পরে কার্যনির্বাহী পরিষদের সভার সভাপতি উপস্থিত দুই তৃতীয়াংশের অধিক সদস্যের বক্তব্য ও দাবীর প্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমাকে দল থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেন।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ধর্মেশ খীশা বলেন, স্বাধীনতার মতো জাতীয় কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের নিরুৎসাহিত করা এটা সম্পূর্ণ গঠনতন্ত্র পরিপন্থী। এমনকি ইউপি নির্বাচনের সময় ইলিপন চাকমা নৌকার প্রার্থীর বিপক্ষে সর্বত্রভাবে কর্মকাণ্ড পরিচলাননা করেন। এছাড়াও তিনি তার আত্মীয় স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নৌকা মার্কায় ভোট না দেওয়ায় নির্দেশনা প্রদান করেন। যা দলীয় বিরোধী কর্মকাণ্ড। রেকর্ডটি শোনার পর আমরা হতাশ হয়েছি।
সাংগঠনিক সম্পাদক ঝিল্লোর মজুমদার বলেন, যারা সংগঠন ও স্বাধীনতার বিরোধিতা করেন সংগঠনের প্রয়োজনে তাদের বিরুদ্ধে অতিদ্রুত ব্যবস্থা নিতে হবে। ইলিপন চাকমা’র কর্মকান্ডে উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক পদ থাকার যোগ্য নন।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার প্রতিবেদককে বলেন, কার্য নির্বাহী সভায় সকল নেতৃবৃন্দের কথা ও অভিযোগ শুনেছি। একজন কর্মির অডিও রেকর্ডও শুনেছি। সাধারণ সম্পাদক ইলিপন চাকমা ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে যে মন্তব্য করেছেন, তিনি দায়িত্ব শীল ব্যক্তি হয়ে এ ধরনের মন্তব্য করতে পারেন না। তার মন্তব্য দলের গঠনতন্ত্র পরিপন্থি। কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বিষয় জেলা আওয়ামীলীগ এর সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা বলেন, যারা চাকরি বানিজ্য, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবার সমূহ থেকে অর্থ গ্রহণ সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত এমন একটি মহল তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনেছে। তিনি দাবি করেন তৃণমূল পর্যায়ের তোকর্মীদের থেকে জানা যাবে তিনি দলের জন্য কতটুকু সময় দিয়েছেন।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুছা জানান, এমন একটি অভিযোগ আমার কাছে পৌচেছে। দলীয় মিটিংয়ের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।