মাটিরাঙ্গায় কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ কৃষকলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) সকালের দিকে আওয়ামীলীগের দলীয় কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয় চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগেরর সহ-সভাপতি ও কৃষকলীগ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির আহবায়ক মোঃ ওয়ালী উল্ল্যহ। মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ অলিউদ্দিন সিদ্দিকী ফুয়াদ’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হারুন রশীদ ফরাজী ও সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন লিটন।
কৃষকদের কল্যাণে বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করে বক্তারা বলেন, দেশে কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব ঘটেছে। আমাদের দেশের মাছ ও সবজি বেদেশে রপ্তানী হচ্ছে। আমরা খাদ্যে স্বয়ং সম্পুর্ন। আমাদের দেশের খাদ্য ঘাটতি নেই। যেকোন প্রয়োজনে মাটিরাঙ্গার প্রান্তিক কৃষকদরর পাশে থাকার ঘোষনা দিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ অলিউদ্দিন সিদ্দিকী ফুয়াদ।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃববৃন্দ উপস্থিত ছিলেন।