রাজনগর ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমান সেগুন কাঠ জব্দ
॥ মোঃ আলমগীর হোসেন ,লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলা রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমাণ সেগুণ কাঠ জব্দ করেছে।
সোমবার (১৭ এপ্রিল) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় নায়েব সুবেদার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার চাঁনমিয়াঘাট (জিআর-৩০৫৫০৮ এমএস ৮৪ এ/৮) নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী বিহীন পরিত্যক্ত অবস্থায় ০১টি ট্রাক্টর ট্রলিসহ আনুমানিক ৪৫ সিএফটি সেগুন গোলকাঠ জব্দ করে। যার আনুমানিক মূল্য ১০,৯০,০০০/- (দশ লক্ষ নব্বই হাজার) টাকা। বর্ণিত কাঠ ও ট্রাক্টর ট্রলি রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।