[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

১০২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন (এমবিডিএ) এর উদ্যোগে উপজেলার অসহায়-হতদরিদ্র ৫০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ উপহার’ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় এমবিডিএ’র অস্থায়ী কার্যালয় সংলগ্ন উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রমজান আলী, ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন, মোঃ টিপু সুলতাম, এমবিডিএ’র এডমিন মোঃ তাজুল ইসলাম, মাঈন উদ্দিন রাফি, মাহমুদুল হাসান, কার্যকরি সদস্য মোঃ আরিফ হোসেন, মোঃ সাহাদাত, রাশেদুল ইসলাম, আকলিমা আক্তার, মোঃ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঈদ উপহার হিসেবে তাদের সেমাই, চিনি, লবণ, তেল, পেঁয়াজ, চাল, আলু, মুড়ি, রসুনসহ প্রায় ১২ পদের একটি প্যাকেট বিতরণ করা হয়। ইতোমধ্যে এমবিডিএ’র উদ্যোগে আরো ৫০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এমন কার্যক্রম আগামীতেও অব্যহত থাকবে বলে জানিয়েছন এডমিন মো. তাজুল ইসলাম।
বিতরনকালে মানবিক এমন কাজের প্রশংসা করে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, সমাজে অসংখ্য ধনী ব্যক্তি থাকা সত্বেও তারা অসহায় এসব পরিবারের পাশে দাড়ানোর চিন্তাও করে না। কিন্তু মানিকছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েশন মানবিকতার টানে এসব অসহায় পরিবার গুলোর পাশে দাড়িছে। তাদের নিজস্ব অর্থ ও মানুষের সহযোগিতায় এমন কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। সেই সাথে আগামীতে তাদের সকল কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দেন।