বরকলে মারমা সম্প্রদায়ের জলকেলি উৎসব সম্পন্ন
॥ বরকল প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে তরুণ-তরণীদের অংশগ্রহণে জলকেলি উৎসবের মধ্যে দিয়ে সম্পন্ন হলো মারমা সম্প্রদায়ের মহা সাংগ্রাই। মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে উপজেলা মাঠ প্রাঙ্গণে এ জলকেলি উৎসব আয়োজন করে মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস)। এছাড়া সাংগ্রাই অনুষ্ঠানে বাঁশ খেলা, হাসঁখেলা, দড়ি টানাটানি খেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে বরকল মাসস।
বরকল মাসস সভাপতি মংহ্লাচি মারমা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ৪৫ বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শামসুল কবীর, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা ও বরকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন প্রমূখ। এসময় বরকল মাসস সদস্যবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।