মাটিরাঙ্গা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন কর্তৃক আয়োজিত আর্ত -মানবিক সেবার উদ্দেশ্যে দুঃস্থ অসহায় জনগণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অত্র জোন সদরে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে ১৫০জন পাহাড়ী ও বাঙালী জনসাধারণ কে নতুন কাপড় প্রদান করা হয়। এছাড়াও অত্র জোনের দায়িত্বপূর্ণ এলাকায় টহলের মাধ্যে প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলে বসবাসরত ৫০জন দুঃস্থ অসহায় জনগণের মাঝে পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে এসব নতুন কাপড় বিতরণ করা হয়।
এ সময় মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি, অত্র জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি উপস্থিত ছিলেন। ঈদ এবং বৈশাখী উপহার সামগ্রী পেয়ে সাধারণ জনগন আবেগ আপ্লুত হন এবং সেনাবাহিনী তথা মাটিরাঙ্গা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক সহায়তা কর্মসূচী শেষে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।