দীঘিনালা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা জোনের দি বেবী টাইগার্স ৪ই বেংগলের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে জোন সদরে আর্থিক সহায়তা প্রদান করেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা জোনের উপ- অধিনায়ক মেজর নূর নাফিজ ইসলাম, এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন আবদুল মোমেন শিহাব।
আর্থিক সহায়তা পেয়ে উপজেলার কাঠালতলী গ্রামের কবি বরদেন্দু চাকমা জানান, দীর্ঘদিন যাবৎ গলা ব্যাথা নিয়ে দিনাতিপাত করছি। চিকিৎসা করাতে পারছি না। জোনের আর্মিরা আর্থিক অনুদান দিয়েছে এখন চিকিৎসা করতে পারব। এছাড়া মায়াফাপাড়া মোগল কান্তি ত্রিপুরাকে পড়ালেখা করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ পিএসসি বলেন, দীঘিনালা জোনের সেনাবাহিনীর সব সময় অসহায় দুস্থ মানুষের পাশে আছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।