[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
শিক্ষার উন্নয়নে সকলকে অগ্রণী ভুমিকা রাখার আহবান: রাঙ্গামাটি জেলা প্রশাসকলংগদুতে সেনা জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়খাগড়াছড়ির মানিকছড়িতে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজস্থলীতে জাতীয় মৌসুমি ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভামাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবাগত শিক্ষকদের বরণবান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২রামগড়ে পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রের মৃত্যুলোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবন
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটি দক্ষিণ কালিন্দিপুর- হ্যাচারি এলাকার সংযোগ ব্রিজ উদ্বোধন

১৬০
তুফান চাকমা 
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে রাঙ্গামাটি সদর উপজেলাধীন দক্ষিণ কালিন্দিপুর ও হ্যাচারি এলাকায় সংযোগে নির্মিত ব্রিজ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ব্রিজ উদ্বোধন করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সদস্য ঝর্ণা খীসা, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার, এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে মেডিকেল কলেজ দিয়েছেন। মেডিকেল কলেজের সাথে যাতায়াতের সুবিধার্থে ব্রিজ নির্মাণ করা হয়েছে। এম্বুলেন্স, ট্রাক এই রাস্তা দিয়ে চলাচল করবে, তখন এই রাস্তাটি ব্যস্ত রাস্তায় পরিনত হবে। রাস্তাটা যেভাবে শুরু হয়েছে সেভাবে চলাচল খুব একটা সুগম না। সে জন্য এই এলাকার মানুষদের কে আমরা অনুরোধ করবো তারা যেন স্বেচ্ছায় রাস্তা বড় করার সুযোগ করে দেন। স্বেচ্ছায় যদি বড় করার সুযোগ না দেন তাহলে আমরা আইন মোতাবেক দেশের এবং এলাকার মানুষের স্বার্থে আমরা যেকোনো ধরনের ব্যবস্থা হাতে নিতে বাধ্য হবো।
এমপি আরো বলেন, আমাদের এলাকায় আরো ব্রিজ করার প্রয়োজন আছে। যেখানে ব্রিজ প্রয়োজন সেখানে ব্রিজ নির্মাণ করলে আমাদের যাতায়াতের পথ সুগম হবে। রাঙ্গামাটি শহরের ট্রাফিকের যে অবস্থা, কয়েকদিন পরে শহরে চলাচল করা খুব কষ্টকর হবে। রাঙ্গামাটি শহরটাকে সচল রাখার জন্য আরো বেশি করে রাস্তা এবং ব্রিজ নির্মাণে পরিকল্পনা আছে। যাতে করে ট্রাফিক জ্যাম সহ সাধারণ মানুষের চলাচলের সুগম হয়।
ব্রিজটি উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।