পার্বত্য জেলা পরিষদের আয়োজনে-
খাগড়াছড়িতে বৈসু-সাংগ্রাই-বিঝু ও বাংলা নববর্ষ উপলক্ষে র্যালী
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ‘‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভূলে সম্প্রীতি গড়ি’ এ প্রতিপাদ্যে বৈসু, সাংগ্রাই, বিঝু (বৈ-সা-বি) ও বাংলা নববর্ষের বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র্যালি শুরু হয়ে টাউনহল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র্যালিতে বর্ণিল পোশাকে পাহাড়ি তরুণ-তরুণী ছাড়াও সব বয়সের হাজারো নারী পুরুষ অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শনী করা হয় ।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ভারত প্রত্যাগত শরণার্থী সর্ম্পকিত টাস্কর্ফোস’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সম্প্রদায়ের সম্প্রীতির মেলবন্ধনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। সম্প্রীতির মেলবন্ধন এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে সকল সম্প্রদায়ের ঐতিহ্যকে ফুটিয়ে তোলার আহবান।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ মাহি, মং সাকেল চীফ সাচিংপ্রু চৌধুরী, ডিজিএফআই’র ডেট কমান্ডার লে: কর্ণেল মোঃ শাহ আলম সিদ্দিকী, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম, সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আবুল হাসনাত, সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর মোঃ জাহিদ হাসান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের, পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, এড. আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, মংক্যচিং চৌধুরী, খোকনেশ্বর ত্রিপুরা, হিরন জয় ত্রিপুরা, এম. এ. জব্বার, শুভ মঙ্গল চাকমা, নিলোৎপল খীসা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র প্রধান নির্বাহী কর্মকর্তা ক্ষ্ণৃ চন্দ্র চাকমা, পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা (ভাবঃ) টিটন খীসা, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ, জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার’সহ সংশ্লিষ্ট বিভাগের প্রধান কর্মকর্তা ও প্রতিনিধিরা।
র্যালিতে সরকারি-বেসরকারি-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার কর্মীরা এসময় অংশ নেন।