ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে উজ্জীবিত আলীকদম উপজেলা আওয়ামীলীগ, প্রস্তুুত হচ্ছে মঞ্চ
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ,আলীকদম ॥
উপজেলা আওয়ামীলীগের দীর্ঘ ৫ বছর পর আগামী ১২ এপ্রিল বুধবার আলীকদমে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ঘিরে উজ্জীবিত উপজেলা আওয়ামী লীগ। এবার কাদের হাতে উঠবে উপজেলা আওয়ামীলীগের দায়িত্ব এনিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে সম্মেলন সফল করতে জেলার কয়েকজন নেতা ও উপজেলার নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছেন।
ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি ক্যশৈহ্লা।
উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জামাল উদ্দিন বলেন,সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়। নতুন কমিটি কি প্রক্রিয়ায় হবে তা নির্ধারণ করবে আমাদের অভিভাবক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। সম্মেলনে একটি ভাল কমিটি হবে আমি আশা করি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় এমন নেতৃত্ব চাই।
জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন দলের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে পৌঁছে দিতে পারবে এমন নেতৃত্ব আশা করি।
জেলা আওয়ামী লীগের সদস্য অংশৈ থোয়াই মার্মা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন- মন্ত্রী যাকে দায়িত্ব দেবেন তার সাথে-ই কাজ করবো। বিগত সময়ের মত কে যোগ্য কে অযোগ্য আমাদের অভিভাবক মন্ত্রী সব জানেন। সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক কামরুল হাসান টিপু ও সদস্য সচিব সমরঞ্জন বড়ুয়া জানায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে ৪ জন প্রার্থী হয়েছেন। আর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ৫ জন।
উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলনে সভাপতি পদে লড়ছেন- উপজেলা আওয়ামী লীগের বর্তমান (ভারপ্রাপ্ত) সভাপতি জামাল উদ্দিন,বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দুংড়িমং মার্মা,আলীকদম সদর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন বিএ, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফরিদ আহমদ সর্দ্দার।
উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে লড়ছেন ৫ জন প্রার্থী তারা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য ও অংশৈ থোয়াই মার্মা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বিএসসি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক যুদ্ধ মনি তঞ্চঙ্গ্যা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম কফিল উদ্দীন, ও বান্দরবান জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তফা জামান রাশেদ।
এর আগে বিগত ২০১৮ সালের ২৮ শে ফ্রেব্রুয়ারি উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন মংব্রাচিং মার্মা ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন দুংড়িমং মার্মা। কিন্তু গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে সাময়িক ভাবে সভাপতি পদ থেকে বহিষ্কার হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মা। এরপর জেলা আওয়ামী লীগের নির্দেশনায় উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ জামাল উদ্দিন।