কিন্তু চোরাগলি পথের নির্বাচনে ক্ষেমতায় যাওনের হ¹ল রাস্তা বন্ধ হইয়াছে
ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। আমাগো শেখ হাসিনা জেঠিতো ব্যাটা করোনার টুঁটি চাপিয়াই ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া খাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। জোট বাধিঁয়াছে ওমিক্রন….বহুতের লগে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে, কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি আপুত্তি-বিপুত্তি। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমজেঠা-জেঠিরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপুনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….
ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং এখন হরদম। বেকার এই জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো হেই চিন্তা লইয়াও, খুবই চিন্তায় আছি… যাউ¹া…
মং জেঠা কহিলো, বান্দরবনের রুমা-রোয়াংছুরি উপুজিলার মাঝপথে অস্ত্রধারী দুই দলের মইধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় আট জনের প্রান গিয়াছে। গেল বিষুদবার রাইতে এই ঘটনা ঘটিলেও দুরবতী হওনের কারনে আমাগো আইনশৃংখলা বাহিনীর সদস্য শুকুবারে লাশ উদ্ধার করিয়াছে। পুলিশ লগে লোকাল জেঠা-জেঠিরা কহিলো নিহতরা হ¹লই নাকি কেএনএফ এর সদস্য। পরে এইসব লাশের পরিচয়ও পাওয়া গিয়াছে। কথা হইলো পাহাড়বাসীগোর ফাঠা ললাট ফাঠাই থাকিবে খালি ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। তয় পাহাড়বাসী হজাগ না থাকিলে এইহ¹ল চলিতেই থাকিবে, চিন্তায় আছি…
আমাগো কৃষি মুন্ত্রী রাজ্জাক জেঠা কহিলেন বিএনপিতো হ¹ল সমুয়ই চোরাগলি পথেই রাষ্ট্রের ক্ষেমতায় আসিয়াছে। তাইনেরা আগামী নির্বাচনে অংশ গ্রহন না করনের হুমকী ধামকী হইলে হেই অতীতের চিন্তা। কিন্তু চোরাগলি পথের নির্বাচনে ক্ষেমতায় যাওনের হ¹ল রাস্তা বন্ধ হইয়াছে। গেল বিশুধবার তাইনে রাঙ্গামাটি সফরে আসিলে শহেরর এক বিদ্যালয়ের সভায় এইসব কহিলেন। কথা হইলো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ স্বাধীনের আগে পরে লাগাতার ষড়যন্ত্র চলিতেই আছে। তয় হ¹ল ষড়যন্ত্রের বিষয়ে জাতিরে হজাগ থাকিতে হইবে, চিন্তায় আছি…
চাকুরীপ্রার্থী ভুক্তোভুগী বিজ্ঞ জেঠা জেঠিরা কহিলো, তিন পার্বত্য জিলা পুরিষদগুলাইনে সরকারের বিভিন্ন পুতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হওনের কারনে বহুতে বেকার ঘুরিতেছে। পুরিষদ আইনে হ¹লই ঠিক থাকিলেও নিয়োপ্রক্রিয়ায় জেলা প্রশাসনের একজন প্রতিনিধি রাখিতে হইবে এই অযাচিতভাবে মন্ত্রনালয়ের পত্রের কারনে এখন হ¹ল নিয়োগই পরিত্যক্ত রহিয়াছে। আইনতো আর অমান্য করনেরও সুযোগ নাই। তয় আইন যাচাই না করিয়া হস্তক্ষেপ এখুন হ¹লেরই কপাল ফাঠিতেছে। কথা হইলো পার্বত্য চুক্তির কারনে জেলা পুরিষদ এর প্রবিধানে নিয়োগ বিষয়ে পুরিষদগুলাইনরে পুরিস্কার ক্ষমতা দিয়াছেন। তয় এখুন আইন আমন্য করিতে যাইয়া একদিকে শিক্ষত জেঠা-জেঠিরা পরিয়াছে বেকায়দায় তার মইধ্যে বহুতে ধরফর করিতে সার্টিফিকেটের মেয়াদ যায় যায় অবস্থায়, চিন্তায় আছি…
রানা জেঠা কহিলো, খাগড়াছড়ির দিঘীনালা উপুজিলায় প্রতিপক্ষের গুলিতে ত্রিদিব (৪২) জেঠার প্রান গিয়াছে। আধিপত্য বিস্তার লইয়া দুই দলে বন্দুক যুদ্ধে এই জঘন্য হত্যা ঘটনা। গেল মঙ্গলবার হেই উপুজিলার পুকুরঘাট কার্বারী টিলায় এ ঘটনা। তয় পুলিশ মরদেহ উদ্ধার করিতে পারেও নাই। যা মনে হইতেছে শেষ করিয়া লাশ লইয়া গেছে, চিন্তায় আছি…
ফান জেঠা কহিলো অর্থাঅভাবে আমাগো ফুটবল খেলোয়াড় চোসাউ রোয়াজা বিকেএসপিতে টিকিয়া থাকন মুশকিল হইয়া গিয়াছে। গরিব বাবার সন্তান হওনের কারনে তাইনের স্বপ্ন ধীরে ধীরে নিভিয়া যাওনের সমুয় চলিতেছে। রাঙ্গামাটির নানিয়ারচরের বাসিন্ধা চোসাউ রোয়াজার সাহায্যে সচেতন মহলের হাত বাড়নের আহ্বান জানাইয়া তাইনের পিতা, উপুজিলার ফুটবলপ্রেমী জেঠা-জেঠিগন। কথা হইলো আমাগো দেশের সম্মান রাখিতে পাহাড়ের বহুতের অবদান রহিয়াছে। এই জেঠাও যে অবদান রাখিতে পারিবে হ¹লই বলাবলি করিতেছে দরকার সহযোগীতা, চিন্তায় আছি…
আমাগো বীর মুক্তিযোদ্ধারা কাপ্তাই উপুজিলায় তাঁগোর জইন্য সরকারিভাবে বীর নিবাস পাওনের কারনে তাইনেরা বহু খুশিতে। কবির জেঠা কহিলো, উপুজিলার ২নং গাইন্দ্যা বীর মুক্তিযোদ্ধা ২০১৬সালে মৃত্যু বরণ করেন। তাইনরে বসবাসরে জায়গা থাকিলেও ঘর আছিল ভাঙগাচোড়া। মুজিব বর্ষে প্রধানমুন্ত্রী শেখ হাসিনার অবদানের কারনে হেই মুক্তিযোদ্ধার পরিবারকে বীর নিবাসের ব্যবস্থা করিয়া দিয়াছেন প্রশাসন। কথা হইলো আমাগো দেশের মুক্তিযোদ্ধাদের এইভাবে সম্মান করিলে বিশ্ব দরবারেও প্রশংশিত হইবো আমরাই।
খান জেঠা কহিলো, আমাগো রাজস্থুলি উপজিলার বন জঙ্গল হইতে যেইভাবে গাছ চুরি হইতেছে তাহাতে আর বেশী লাগিবেনা গাছ শুন্য হইতে। প্রতি রাইতেই হেইখানে বন জঙ্গল হইতে চাঁন্দের গাড়িযোগে গাছ পাচার হইতে থাকিলেও বন বিভাগের কর্তারা আছে কি নাই হেই কুইশান এখুন হ¹ল উপুজিলার জেঠা-জেঠির। কথা হইলো বনজঙ্গল পাহাড়ায় যারা আছে তাইনেরা যদি দেখিয়া না দেখনের ভান করিয়া থাকে তাহা হইলেতো বিপদ বাড়িবে। আগে তাএনগোরেই সজাগ করিতে হইবে, চিন্তায় আছি…
সেন জেঠা কহিলো খাগড়াছুড়ির মানিকছুড়ি উপুজিলার রাঙ্গাপানি এলাকা হইতে অভিযান চালাইয়া এরেশে (৬৩) জেঠারে কাতুর্জ্জ লগে গুলি সহ আটক করিয়াছে। গেল রবিবার মোটর সাইকেলে পাচার করনের সমুয় বস্তায় মোড়ানো অবস্থায় এসব মারনাস্ত্র আটক করে। কথা হইলো এই জেঠারে ভালা করিয়া তল্লাসী চালাইলে আরো কোন কোন জেঠা রহিয়াছে তাও পাওন যাইব, চিন্তায় আছি…
আবার আমাগো মাত্তাল লেদু কহিলো আর কত্ত। হ্রদের জায়গা উদ্ধারে চুনোপুঁটিগোর মইধ্যে অভিযান চালাইলে হইবে না রাঘববোয়ালগোর কলার ধরিতে হইবে। অবৈধভাবেই সারা বছরই জেঠা-জেঠিগোরে চুষিয়াই খাইলি। ক্ষেমতার অধিকারী হইয়া রাজনৈতিক লেজুরভিত্তি চালাইয়া শহর নগরের অসহায় জেঠা-জেঠিরে ভালবাসার পল্টি মারিয়া লাগাতারই ছেঁচড়াইতেছে। জন্ম নিবন্ধন লইয়া বহুতে কহিলো যেই অত্যাচারিত হইতেছি তয় মানবকুলে আর জন্ম লওনের দরকার নাই। ঢের ভালা পাখি হইয়া জন্মিলে গোটা পুত্থিবী ঘুরিলেও, পাসপোর্ট, ভিসা, পুরিচয়পুত্র, জন্ম নিবন্ধুনের দরকার হইবে না। এই কামে, হেই কামে বহুতে ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে, আবার নানান কিছিমের আকাম লইয়াও দৌড়াইতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…
ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….
ইতি-
পা.স.চি.জে.মি.ব.
০৯ এপ্রিল, ২০২৩ খ্রিঃ