দীঘিনালায় বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে ভারসাম্যহীন মাঝে খাবার বিতরন
॥ মোঃ সোহেল রানা দীঘিনালা ॥
স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো প্রতিপাদ্য বিষয় ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে ।
শনিবার (৮এপ্রিল) দুপুরে স্কাউট দিবস উপলক্ষে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধীদের মাঝে রান্না করা খাবার বিতরন করেন দীঘিনালা জোনের ৪ই বেঙ্গলের উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম, ওএসপি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন হাসনাইন আলভী, খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক প্রভাষক মোহাম্মদ দুলাল হোসেন, মাইনী রোভার স্কাউট গ্রুপের সহ সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া, খাগড়াছড়ি জেলা মিডিয়া টিমের সহকারী সমন্বয়ক মো. সোহানুর রহমান ও খাগড়াছড়ি জেলা রোভার সিনিয়র রোভার মেট প্রতিনিধি মোঃ ইব্রাহীম প্রমূখ।
এসময় উপ-অধিনায়ক মেজর নুর নাফিজ ইসলাম বলেন, রমজান মাসে হোটেল রেস্টুরেন্ট দিনের বেলা বন্ধ থাকার কারনে মানসিক ভারাম্যহীনরা খাবারের কষ্ট পায়, তাদের মাঝে রান্না করা খাবার বিতরন করা প্রশংসনীয় উদ্দ্যেগ। দীঘিনালা জোন সকল ভাল কাজের অংশ গ্রহনসহ সহযোগীতা অব্যহত থাকবে। এসময় দিনব্যাপি কলেজ চত্বরে বিশেষ ডে ক্যাম্প অনুষ্ঠান হয়, এতে বৃক্ষরোপন, আলোচনা সভা ও ক্রু মিটিং অনুষ্ঠিত হয়।