মহালছড়ির সিঙিনালায় ইরামন ফাউন্ডেশন ফুটবল টুর্ণামেন্ট
চ্যাম্পিয়ন সিঙিনালা শাপলা সংঘ একাদশ
॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা হাইস্কুল মাঠে ইরামন ফাউন্ডেশন এর উদ্যেগে দুই দিনের জন্য আয়োজিত এবং সিঙিনালা শাপলা ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল টুর্ণামেন্টের সমাপনী দিনে চুড়ান্ত পর্বের খেলায় রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমি একাদশকে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে হারিয়ে সিঙিনালা শাপলা ক্লাব একাদশ জয় লাভ করে।
৭ এপ্রিল শুক্রবার সকাল থেকে শুরু হওয়া টুর্ণামেন্টে ৮ এপ্রিল সকাল ৭ টা হতে সেমি ফাইনাল খেলা শুরু হয়। পর পর দুই ম্যাচের খেলায় সিঙিনালা শাপলা ক্লাব ফুটবল একাদশ ও রাঙ্গামাটি জেলা একাডেমি ফুটবল একাদশ চুড়ান্ত পর্বের খেলায় উত্তীর্ণ হয়। এরপর সকাল সাড়ে ১১ টায় চুড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্বের ৭০ মিনিটের খেলায় উভয় পক্ষের মধ্যে গোল না হওয়ায় রেফারি ট্রাইবেকারে যাওয়ার সিদ্ধান্তে উপনীত হন।
এ সময় ট্রাইবেকারে ৪-৫ গোলে রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমী একাদশকে হারিয়ে সিঙিনালা শাপলা ক্লাব একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার হিসেবে চ্যম্পিয়নদের ট্রফি ও নগদ ৪০ হাজার টাকার চেক, রানার্সআপদের ট্রফি ও ৩০ হাজার টাকার চেক এবং তৃতীয় স্থান অধিকারীদের ট্রফি ও ১৫ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি ইরামন ফাউন্ডেশনের চেয়ারম্যান আজগর হায়দার।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে শাপলা ক্লাবের সভাপতি আনুমং মারমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিঙিনালা উচ্চ বিদ্যায়ের প্রাক্তন প্রধান শিক্ষক মংশৈপ্রু চৌধুরী,