কাপ্তাইয়ে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে স্কাউটস দিবস পালিত
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে “ডে ক্যাম্প” উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট স্কাউটস কার্যালয় সামনে দিবসটি পালন উপলক্ষ্যে পতাকা উত্তোলন করা হয় এবং বিকাল পযন্ত দিবসটির বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। এবারের প্রতিপাদ্য হল স্কাউটিং করবো,স্মার্ট বাংলাদেশ গর্ব। দিবসটি উদ্বোধন করেন, মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার (এলটি)।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা রোভার স্কাউটস কমিশনার ও বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট রোভার সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন হাওলাদার। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা রোভার স্কাউটস সম্পাদক নুরুল আবছার। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম কামাল উদ্দিন,আরএসএল প্রকৌশলী মো.রহমত উল্লাহ,আরএসএল শফিউল ইসলামসহ পলিটেকনিক রোভার স্কাউটস দলের কর্মীরা। প্রধান অতিথি বলেন, বাংলাদেশ স্কাউটস একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সকল দুর্যোগে পাশে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্কাউটের জন্য অনেক কর্মসূচি কার্যক্রম হাতে নিয়েছে।