খাগড়াছড়িতে বিএনপির সংবাদ সম্মেলন
ইফতার ও দোয়া মাহফিলে বাধা দিলে অবরোধের হুঁশিয়ারি
॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥
শনিবার খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২বিভাগের ইফতার ও দোয়া মাহফিল হবে। এতে ইফতার মাহফিলে বাঁধা দিলে আগামী ১২ ও ১৩ এপ্রিল সড়ক অবরোধ কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি‘র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেওয়ার কথা রয়েছে।
শুক্রবার সকালে জেলা শহরে কলাবাগানস্থ বৈঠকে জেলা বিএনপি‘র সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষনা করেন খাগড়াছড়ি জেলা বিএনপি‘র সভাপতি ওয়াদুদ ভুইয়া।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া অভিযোগ করে বলেন, ইফতার একটি ধর্মীয় অনুষ্ঠান, এটা কোন রাজনৈতিক কর্মসূচী নয়। দেশের বিভিন্ন জেলায় এমন অনুষ্ঠান হচ্ছে এবং প্রশাসন অনুমতি দিচ্ছে। কিন্তু খাগড়াছড়িতে ইফতার মাহফিল কর্মসূচির অনুমতি নিয়ে প্রশাসন তালবাহানা করেছে।
তিনি আরো অভিযোগ করেন, ইফতার মাহফিলের ভেন্যু নির্ধারনের জন্য ইতিমধ্যে গত ২৮মার্চ/২৩, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ ও সরকারী কলেজ মাঠ এবং ৩ এপ্রিল/২৩, আউটার স্টেডিয়াম মাঠ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ও সর্বশেষ খাগড়াছড়ি বিসিক শিল্প নগরী মাঠ পাওয়ার জন্য জেলা প্রশাসক ও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন করা হলেও অনুমতি মিলেনি। এনিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ ও সমন্বয় করলেও তারা বিভিন্ন অজুহাতে কাল বিলম্ব করছে।
কর্মসুচি বাঞ্চাল করতে গত রাতে পুলিশ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও আক্রমণ করার চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন বিএনপির সভাপতি।
এ সময় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, মংসাথোয়াই চৌধুরী, আবু ইউছুপ চৌধুরী, সাধারণ সম্পাদক এম. এন আবছার সহ জেলার নেতৃবৃন্দ এবং জেলা সদরে প্রিন্ট-ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।