রাঙ্গামাটিতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর সাপ অবমুক্ত করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল ৩টায় উদ্বারকৃর্ত অজগরটি বন কর্মীরা অবমুক্ত করে।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, উদ্বারকৃর্ত সাপটি রাঙ্গামাটির রিজার্ভ বাজারের মোহসীন কলোনির জৈনিক কামাল উদ্দিনের ঘর থেকে বিপদজনক অবস্থায় বন বিভাগের লোকজন উদ্ধার করে । এটির দৈর্ঘ্য ১১ফুট ৮ইঞ্চি এবং ওজন ১১কেজি। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বিকালে সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়। এসময় বন প্রহরী গিয়াসউদ্দিন, মোঃআঃ রাজ্জাক, আল আমিন সরকার,জামাল হোসেন ও আঃ মান্নান উপস্থিত ছিলেন।