মানিকছড়িতে হজ্ব ও ওমরাহ্ সম্পন্নকারী সকল হাজীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন বিভিন্ন সময়ে হজ্ব ও ওমরাহ্ সম্পন্নকারীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) উপজেলা মডেল মসজিদে উক্ত ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সামায়উন ফরাজী সামু। এতে উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম.এ জব্বার, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ রাজ্জাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, মানিকছড়ি থানার ওসি মোঃ আনছারুল করিম, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, আবদুর রহিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন প্রমূখ।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন।