পানছড়িতে ক্রীড়া দিবস পালিত
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
“স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন, শেখ হাসিনার দর্শন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে খাগড়াছড়ির পানছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারি শিক্ষা অফিসার সঞ্চয়ন চাকমা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, বিদ্যালয় শিক্ষক, ফুটবল কোচ ক্যাপ্রুচাই মারমাসহ স্থানীয় খোলায়াড়গন উপস্থিত ছিলেন।