বাঘাইছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চলতি মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় প্রাঙ্গণে ০৮টি ইউনিয়নের সর্বমোট ২০০০ জন কৃষকের মাঝে মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, আওয়ামীলীগের সহ সভাপতি আলী হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, ও ধানের বীজ ০৫ কেজি প্রদান করা হয়।