[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বাঘাইছড়ির মারিশ্যা ২৭ বিজিবি’র উদ্যোগে বিদ্যালয়ে নগদ অর্থ প্রদানবান্দরবানের রুমার মুনলাই পাড়ায় অসহায়দের জন্য সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদানখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে তরুণী ধর্ষণের ঘটনায় ৩ঘন্টার মধ্যে ২ ধর্ষক গ্রেফতারনায়েক রাসেলের গুড সার্ভিস পুলিশ ব্যাজ ও সনদপত্র অর্জনবান্দরবানের থানচি ইউএনও’র সাথে যুব ক্রীড়া পরিষদের সৌজন্য সাক্ষাৎবান্দরবানের আলীকদমে শ্রমিক দলের আয়োজনে মে দিবস পালিতরাঙ্গমাটি জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে মে দিবস পালনখাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালনখাগড়াছড়ির দীঘিনালায় মহান মে বিদস পালনখাগড়াছড়ির পানছড়িতে মে দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক

৫৭

॥ মোঃ ইসমাইল হোসেন.মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল খালেক (৭৫)। বুধবার (২৯ মার্চ) দুপুরে যোগ্যাছোলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন।

গার্ড অব অনার প্রদানকালে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী ও মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আনচারুল করিম উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল মতিন, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যক্তিবর্গসহ অসংখ্য গুনাগ্রহী তার জানাজায় অংশ নেয়। জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও চার কন্যাসহ বহু আত্মীয়স্বজন রেখে যান।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্মৃতিচারণ করে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী হোসেন বলেন, উপজেলার নোনাবিল এলাকায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনীর তৎকালিন কমান্ডার রণ বিক্রম ত্রিপুরার নেতৃত্বে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশকে স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিলেন মো. আবদুল খালেক। তার মৃত্যুতে আমরা একজন সহযোদ্ধা ও রণাঙ্গণের সৈনিককে হারালাম।