কাপ্তাই সড়কে ভ্রাম্যমান অভিযানে ৪ হাজার টাকা জরিমানা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ। বুধবার দুপুর ১টা হতে আড়াইটা পর্যন্ত ভ্রাম্যমাণ অভিযান করা হয়। রেশম বাগান চেকপোস্ট সড়ক পরিবহন আইনে অভিযান পরিচালনা করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রট রুমন দে।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রট জানান, হেলমেট বিহীন চলাচল ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহণ আইনে ৮টি মামলায় ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।